ধৈর্য ধরতে হবে সাথী। কথায় কথায় লেনিন টেনে আনবার আগে দশ বার অন্তত মনে মনে ভেবে দেখবেন, ওনার কথাগুলি ঠিকঠাক বুঝেছেন কিনা। তা না হলে উদ্ধৃতি আর বচনের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। একজন কমরেডের কড়া সমালোচনার উত্তর দিতে বসে শুরুতেই লেনিন তাঁর উদ্দেশে বলেছিলেন, Strong words are hardly ever strong arguments! সেটাও সম্ভব হলে স্মরণে রাখা দরকার। মেয়েদের রাত দখল অভিযান আর কিছু প্রশ্নোত্তর।
by অশোক মুখোপাধ্যায় | 21 August, 2024 | 1105 | Tags : Reclaim the night Womens Movement